নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ টাকায় ঈদ পোশাক ও সামগ্রী পেল ৭শ শিশু ও কিশোর-কিশোরী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আল আমীন শাহীন ॥ পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে বঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে পোশাক পরিচ্ছদসহ নানা ঈদ সামগ্রী দেয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে সামাজিক সংগঠন “হারাবোনা ৯০” এর বন্ধুমহলের উদ্যোগে এই মানবিক কর্মসূচী পালন করা হয়। এসময় ৭শ অসহায় ও বঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মাত্র ৫ টাকায় শার্ট, প্যান্ট, গেঞ্জি, স্কার্ট, ফ্রক, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ আনন্দ হউক সবার। এমন ভাবনা থেকেই সংগঠনের বন্ধুমহল একযোগ হয়ে সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করার জন্য এই কর্মসূচী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল বন্ধুদের এক মিলনমেলায় পরিণত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসক, আইন শৃংখলা বাহিনীতে কর্মরত, শিক্ষক, সরকারি চাকুরীজীবী, এডভোকেট, সাংবাদিক, ব্যবসায়ীসহ বন্ধু মহলের সদস্যরা অংশগ্রহন করেন। সকলে যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ালে ঈদ আনন্দ সবাই উপভোগ করতে পারবে। বন্ধু মহলের কর্মসূচীতে যে ৫ টাকা নেয়া হয়েছে তা পরবর্তীতে ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »