সীমান্ত কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ , ৩০ নভেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেমোহাম্মদ মানিক মিয়া ঃ সীমান্ত কল্যাণ সমিতি সীপকস উপ শাখার কুমিল্লা সেক্টরের ব্যবস্থপানায় দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার কুমিল্লার ১০ বিজিবি ব্যাটালিয়ন এবং ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ ৬০ বিজিবির যৌথ সহযোগিতায় ২শত ৫০ টি হত দরিদ্র পরিবারের মাঝে ৮ শ কম্বল বিতরণ করা হয়। কুমিল্লার বড়জ্বালা বিওপির এলাকার কোটেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপ-শাখা সীপকস (সেক্টর) কুমিল্লা এর ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ তানিয়া ইসলাম, ভারপ্রাপ্ত সমন্বয়কারি অফিসার সহকারি পরিচালক মো. শামীম পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া ২৬ নভেম্বর কালীবাজার ও ২৭ নভেম্বর বিবির বাজার এলকায় এমন কর্মসূচী হয়েছে।
আপনার মন্তব্য লিখুন