সরাইলের কালীকচ্ছে সর্ব ধর্ম যোগমন্ডলীর কমিটি গঠন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ , ২৫ জুন ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
দুলাল চন্দ্র নন্দী সভাপতি ও দূর্গাচরণ দাস সাধারণ সম্পাদক
প্রতিনিধি : কালীকচ্ছ আনন্দ ধাম ভক্তবৃন্দের সমাবেশে আশ্রমের সেবায়েত দুলাল চন্দ্র নন্দীকে সভাপতি, বাউল শিল্পী দূর্গাচরণ দাসকে সাধারণ সম্পাদক এবং আবু শাহাদাত মো. রাসেল মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়ার কালীকচ্ছস্থ সর্বধর্ম যোগমন্ডলীর ১০১ সদস্যবিশিষ্টি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ জুন শনিবার কালীকচ্ছস্থ আনন্দধামের আনন্দনন্দীর সমাধিমন্দিরে আশ্রমের সর্বস্তরের ভক্তবৃন্দের সমাবেশে ২০২৩-২৫ বর্ষেরজন্য এই কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আশ্রমের ভক্ত ও কমিউনিষ্ট পার্টি সরাইল উপজেলা সভাপতি দেবদাস সিংহ রায়। নতুন কমিটির অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সহ-সভাপতি সহ-সভাপতি রোকেয়া বেগম (ভাইস চেয়ারম্যান, সরাইল উপজেলা পরিষদ), মোজাম্মেল পাঠান (সভাপতি সরাইল উপজেলা শাখা), শিক্ষা-তথ্য ও গবেষণা সম্পাদক-ড. শেখ শাহবাজ রিয়াদ), কোষাধ্যক্ষ-বিশ্বজিৎ নন্দী নির্বাহী সদস্য -শাহ শেখ মজলিশ ফুয়াদ ও আহমেদ হোসেন।
উপমহাদেশের সর্বধর্ম সমন্বয় মতবাদের প্রবক্তা মহারাজ আনন্দ চন্দ্র নন্দী ১৮৮১ সালে এই আনন্দধাম প্রতিষ্ঠা করেন এবং তাঁর তিরোধানের পর তাঁর একমাত্র পুত্র সাধক ডা. মহেন্দ্র চন্দ্র নন্দী এই সমাধিমন্দিরনির্মাণও সর্বধর্ম যোগমন্ডলী প্রতিষ্ঠা করেন।
আপনার মন্তব্য লিখুন