বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না: আইনমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ , ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিনিধি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি তাদের সব নেতারাই দুর্নীতিবাজ তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না।
সোমবার ৩ জুলাই বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার এবং তার নেতৃত্বে (আমরা) স্বাধীনভাবে এবং অত্যন্ত স্থিতিশীলভাবে জীবনযাপন করছি। বিএনপি-জামায়াতের যারা আছেন, তাদের এ বিষয়টি সহ্য হচ্ছে না। তারা অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আপনারা (দলীয় নেতাকর্মী) বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার শক্তি। আপনারা বিএনপি-জামায়াতের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টাকে নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করবেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন।
–মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি
আপনার মন্তব্য লিখুন