আমরা ছিলাম তের ভাই ——-নির্বাহী প্রকৌশলী (অবঃ) ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মতিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ , ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
কবিতা ….
আমরা ছিলাম তের ভাই
——-নির্বাহী প্রকৌশলী (অবঃ) ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মতিন
আমরা ছিলাম তের ভাই, আগে পিছে কেহ নাই
কি করি কোথায় যাই, এখন কোন ঠিকানা নাই
প্রথমে গেল মান্নান ভাই এর পর গেল গোফরান ভাই
রয়ে গেলাম ১১ ভাই।
শোন মানুষ শোন ভাই ,আমরা ছিলাম ১৩ ভাই
আগে পিছে কেহ নাই
এরপর চলে গেল ছাত্তার ভাই, মমিন ভাই আর ছালাম ভাই
কি করি কোথাই যাই, আমার স্থান কোথায় পাই,
রয়ে গেলাম ৯ ভাই।
পরে গেল আওয়াল ভাই আর জলিল ভাই
তাদের খুঁজে আর কোথায় পাই,কি করি কোথায় যাই
এর পর চলে গেল
তাহের ভাই,হক ভাই, আর খালেক ভাই
পরে যাবার ডাক পড়ল
হাসেম ভাই আর কুদ্দুস ভাই
কারো কোন ঠিকানা নাই
রয়ে গেলাম আমি একা আবদুল মতিন ভাই
মহান আল্লাহর কাছে ক্ষমা চাই
আমর ছিলাম তের ভাই
আগে পিছে এখন আর কেউ নাই
কি করি কোথায় যাই
এখন আর ঠিকানা নাই
সবার কাছে দোয়া চাই।
আপনার মন্তব্য লিখুন