আলহাজ্ব মোঃ ওবায়েদ উল্লাহ রেনু মিয়ার স্মরণে মেজবানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব মোঃ ওবায়েদ উল্লাহ রেণু মিয়ার স্মরণে কুলিকুন্ডায় উনার নিজ বাড়ীতে মেজবানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব আবুল মোজাররদ আশিক বিল্লাল সাহেব। সারাদিন ব্যাপী ছিন্নমূল্য ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১০ হাজার মানুষ মেজবানী খাবার গ্রহণ করেন।
প্রয়াত বর্ষীয়ান এই সমাজসেবক ও রাজনীতিবিদের পুত্র সায়মন ওবায়েদ শাকিল জানান, “আমার বাবার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রতি অবাদ অনুরাগের ফলে বিভিন্ন শ্রেণীর ও বয়সের মানুষের সঙ্গে সখ্যতা ছিলো এবং অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন। আব্বার প্রতি উনাদের ভালোবাসার বহিঃপ্রকাশের কাছে আমরা চিরঋণী। সে কৃতজ্ঞতাবোধ থেকে আব্বার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে প্রায় ১০ হাজার মানুষের জন্য আজকের এই মেজবানীর আয়োজন। সামনে সামাজিক ও হতদরিদ্র মানুষের জন্য বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে থেকে আব্বার কাজগুলো কে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
উনার আরেক পুত্র সোহান ওবায়েদ গোলাপ বলেন, ” আব্বার স্মরণে গ্রামবাসীকে মেজবানি খাওয়ানোর তৌফিক আল্লাহ দিয়েছেন সেজন্য শুকুর আলহামদুলিল্লাহ। যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বাবার রাজনৈতিক ও সামাজিক আদর্শ লালন করতে একটি ফাউন্ডেশন গড়ার ইচ্ছে রয়েছে”।
আপনার মন্তব্য লিখুন