ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ও কুটিতে আওয়ামীলীগ প্রার্থী জয়ী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ২৫ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেব্রাহ্মণবাড়িয়ার সদরের সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ ওমর ফারুক জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৪৯৪।তার নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীকের শেখ মো. মহসীন পেয়েছেন ৫১০৬ ভোট।
কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছাইদুর রহমান স্বপন নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ৯শ ৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবদুল কাদির আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ৫শ ৪০ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হামিদ ইকবাল ফলাফল নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এই দুই ইউনিয়নে ভোট গ্রহন হয়।
আপনার মন্তব্য লিখুন