সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা কণ্ঠ শিল্পী সেহেলী মাসুদকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নুসরাত জাহান জেরিন : ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা কণ্ঠ শিল্পী, তিতাস ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বেতার এবং টেলিভিশন শিল্পী সেহেলি মাসুদ আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বুধবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার মৌলভীপাড়াস্থ জামে মসজিদ সংলগ্ন ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধা সেহেলি মাসুদকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয় । রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন , এবং এস আই আইয়ুব এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুণ অর রশিদ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম , ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন , পরিবারের পক্ষে মরহুমার স্বামী সাংষ্কৃতিক ব্যক্তিত্ব আলী মোসাদ্দেক মাসুদ, পুত্র অমিত । জানাজার নামাজ পরিচালনা করেন মৌলভীপাড়া মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া। নামাজে জানাজায় শোকাহত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শোকাহত সংস্কৃতিসেবী, সংগঠক, শিল্পী , এলাকাবাসী আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। পরে শেরপুর গোরস্থানে দাফন করা হয়।
আপনার মন্তব্য লিখুন