কবিতা–নারী ——-খায়রুন্নাহার চৈতী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
নারী
————খায়রুন্নাহার চৈতী
নারী তুমি ধরনীর বুকে এক নিয়ামত
নারী তুমি করুণাময়ী, ত্যাগী
– বাবার বাড়ি ছেড়ে গমন কর শশুড় বাড়ি।
নারী তুমি স্বয়ংবরা, প্রেমের জোড়া, সুখের চাবিকাঠি
নারী তুমি শাশ্বতের মানবতার জননী।
মানব শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আন।
শিশুকে মানুষ করতে নারী, দাও তুমি স্নেহ ও সেবা।
নারী তুমি প্রেমময়ী কবির কবিতা
তোমাকে ছাড়া যায়না সাহিত্য লেখা।
নারী তোমার কথায় কবির কবিতার ছন্দ
নারী তুমি শিল্পের ছবি আঁকা, গায়কের গান।
নারী তুমি প্রতিটি পুরুষের স্বাধীনতার সাহস ও শক্তির প্রেরণা,
নারী তোমারি অবদান পুরুষের চাইতে, কোনো অংশে কম নহে।
নারী তুমি মহীয়ান, গুণে মানে আদর্শ দুনিয়ার
নারী তুমি অনন্য, পাহাড়ি ঝর্ণা, কৃষকের ফসলের হাসি,
বাগানের ফুটন্ত গোলাপ।
নারী তোমারি রুপের নেশায় মাতাল হয়ে,
কত নর দিল প্রাণ, ছাড়িল গৃহ,
আবার কারো হৃদয়ে জ্বলছে বিরহ আগুন
তবুও তো সাজাও তুমি সুখের ফুলদানি।
নারী ইসলাম তোমাকে দিয়েছে সর্বোচ্চ সম্মানের অধিকার।
নারী তুমি প্রতিটি পুরুষের স্ত্রী, কন্যা এবং মা ও বোন।
আপনার মন্তব্য লিখুন