কবিতা — ফাল্গুন –খায়রুন্নাহার চৈতী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
কবিতা —ফাল্গুন
———-খায়রুন্নাহার চৈতী
শীতের শেষে বসন্তের আগমনে
অঝড়ে ঝড়িল জীর্ণ পাতা,
গাছে গাছে গজিল নতুন পাতা।
ফুটিল ফুল পল্লবে পল্লবে মালবিকা,
শিমুল,পলাশ কৃষ্ণচূড়া।
বসুন্ধরা রাঙিল আজ ঋতু রাজ
বসন্তে ফাল্গুনে ঘুড়ি উড়ে শুভ্র নীল আকাশে।
নিশি রাতে চাঁদের আলো পড়িল গগনে
পুষ্পে পুষ্পে ভ্রমর গাহে গান,
পাতার আড়ালে কোকিলের কুহু তান।
তরুণ তরুণীর পুরনো প্রেম ব্যাকুল হয়ে উঠে,
নতুন করে জাগে প্রতিটি বসন্তে।
দক্ষিণা বাতাসে লুকানো প্রাণের কথা,
বহে বন হতে উপবনে।
শিমুল তলায় বসন্ত বরণে,
বাউলের গানের সুরে মুখরিত বাংলার মাঠ।
দলে দলে রমনীরা ছুটে চলে ফাল্গুনের সাজে,
ফুল হাতে শহীদ মীনারে শহীদের স্মরণে।
বসন্ত যেন বাঙালির বায়ান্নের ভাষার কথা বলে।
আপনার মন্তব্য লিখুন