নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিপদজনক অবস্থায় বিদ্যুতের মূল তার ফুটপাতে : অভিযোগের পর কতৃপক্ষের সাড়া নেই ঘন্টার পর ঘন্টা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

আল আমীন শাহীন : ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত বিতরণ ব্যবস্থাপনায় নানা অনিয়ম রয়েছে। একদিকে লোডশেডিং ,পাশাপশি বিদ্যুৎ নিয়ে অভিযোগ করলেও সংশ্লিস্ট মহলের সাড়া মিলে না যথাসময়ে। বিপদজন্ক হলেও অবহেলার কারণে দূঘটনার শংকায় আতংক সৃষ্টি হয় এলাকাবাসীর মাঝে। আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এমনই এক ঘটনার অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ (ঘাটুরা)র আওতাধীন হালদার পাড়া এলাকায় গভঃ মডেল গালস স্কুলের সামনে। এখানে বেলা বারটার দিকে বিদ্যুএর মূল সার্ভিস তারের একটি তার পথের মাঝে ঝুলে পড়ে। সেখানে ট্রান্সফর্মারে সংযোগ সহ তারটির প্লাস্টিকের কালো আবরণ অনেক জায়গায় নেই। ঝুলে পড়ে তারের পাশ দিয়ে পথ চলেছে স্কুলের কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থী সহ পথচারীরা। বিপদজনক এ অবস্থায় দূর্ঘটনা রোধে স্থানীয় লোকজন বড় ড্রাম, বালতি ফুটের টব রেখে বিপদ এড়ানোর চেসটা করে বিদ্যুৎ বিতরণ বিভাগে অভিযোগ জানান। অভিযোগকারী নাইটিংগেল হাসপাতালে কর্মরত রতন রায় জানান, তার ঝুলে পড়ার সাথে সাথে সংশ্লিস্ট বিভাগের অভিযোগ কেন্দ্র ইঞ্জিনিয়ার নূর আলমকে জানান হয়েছে কিন্তু দুপুরের পরও কেউ আসেনি। এছাড়া তারটি কিছুদিন পর পরই ছিড়ে পড়ে থাকে কোনমতে জোড়াতালি দিয়ে যায় কতৃপক্ষ, এখানে এতে প্রাণহানীর আশংকা করেন তিনি।
এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের কাছে বিকেল সাড়ে তিনটায় বিষয়টি জানান হলে তিনি বলেন , অভিযোগ কেন্দ্রে খবর নিচ্ছি। বেলা সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর নিয়ে জানা গেছে পথে পথচারীদের নাগালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুৎ তারটি সরানোর জন্য কেউ আসেনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »