নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন শঙ্খলা কমিটির মাসিক সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন শঙ্খলা কমিটির মাসিক সভা  রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৬০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ ইকবাল হোসেন পিবিবিএম পিবিজিএমএস, ২৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির পিএসি, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ভারপ্রাপ্ত পিপি এড. এস এম ইউসুফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা জাসদ সভাপতি এডঃ আখতার হোসেন সাঈদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক ঠাকুর, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সী, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিনসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন পবিত্র ঈদুল আযহা ও জাতীয় শোক দিবস উদযাপন করতে সকলের সার্বিক সহযোগিত প্রয়োজন। তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ১০২টি অস্থায়ী পশুর হাট বসবে। পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় সড়ক- মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগকে আরো নজরদারি বাড়ানোর জন্য নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, ঈদে নারীর টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা সুবিধার্থে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে বিভাগ ও পুলিশকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে আসা রোগীরা যেন অসুবিধার সম্মুখীন না হয় সেইজন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতি আহবান জানান। এছাড়াও আগামী ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত আখাউড়া উপজেলার খরমপুর হযতর সৈয়দ গিয়াছদরাজ (কল্লা শহিদ) মাজার শরিফে অনুষ্ঠিব্য বার্ষিক ওরশ মাহফিলের কয়েক লক্ষাধিক ভক্তদের সার্বক্ষনিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিরাপত্তাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ জেলার সকল উপজেলায় এডিস মসা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »