কচি কথা কবিতা সংকলনের মোড়ক উন্মোচন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সাহিত্য চর্চায় নতুন প্রজন্মের আগ্রহ প্রয়োজন
——————————— কবি জয়দুল হোসেন
সানিউর রহমান : ব্রাহ্মণবাড়িয়ার মহান মুক্তিযুদ্ধের বিশিস্ট গবেষক,সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেছেন, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য সমুন্নত রাখতে হবে। তিনি বলেন সাহিত্য চর্চায় নতুন প্রজন্মের আগ্রহ প্রয়োজন। কচি কথা নামক কবিতা সংকলনটির মাধ্যমে নতুনরা যে উৎসাহ দেখিয়েছে তা প্রশংসনীয় তবে নিয়মিত সাহিত্য আড্ডার মাধ্যমে প্রতিভা বিকাশের জন্য তিনি নবীন লেখকদের প্রতি আহবান জানান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ গ্রন্থাগারে কচি কথা সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন,গণ গ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাইফুল ইসলাম লিমন। দুধভাত প্রকাশনার নির্বাহী সম্পাদক সায়মন ওবায়েদ শাকিল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কচি কথার সম্পাদক ফাহিম মুনতাসির। বক্তব্য রাখেন বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার জেলার সমন্বয়কারী সোহান মাহমুদ, ছাত্র মৈত্রী জেলা শাখার আহবায়ক মুহয়ী সারোদ। অন্যান্যের মধ্যে ছিলেন শোয়েব আহমেদ শিশির, ফাতেমা বিনতে হুমায়ূন, সানাউল্লাহ মোঃ মোস্তফা, সানিউর রহমান,নাঈম ইসলাম,রূপম সূত্রধর,স্বপ্নিল, তারিন, নাবিল বিশ^জিৎ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন