কুমিল্লা শিক্ষা বোর্ডে ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তান চেয়ারম্যান ও সচিবকে আঞ্চলিক ও জেলা স্কাউটস এর অভিনন্দন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ৩১ জুলাই ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের নির্বাহী কমিটির সভা গত মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আঞ্চলিক স্কাউটস এর সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের কৃতি সন্তান প্রফেসর মোঃ আবদুল ছালাম।
সভায় অন্যান্যের মধ্যে ছিলেন শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইয়া, শিক্ষা বোর্ডের নবাগত সচিব ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার কৃতি সন্তান নুর মোহাম্মদ,কুমিল্লা অঞ্চলের কমিশনার মফিজুল ইসলাম সরকার, সম্পাদক আবদুল আউয়াল ভ’ইয়া, আঞ্চলিক পরিচালক স্বপন কুমার দাস, আঞ্চলিক উপ কমিশনার ট্রেনিং নোমান সরকার,অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ এবিএম আবুল হাশেম সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় কুমিল্লা অঞ্চলের নির্বাহী কমিটির নবাগত সভাপতি সহ অন্যান্য নবাগত সদস্যদের ফুলেল অভিনন্দন জানান হয়।
এদিকে বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের নবাগত সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আঞ্চলিক স্কাউটস এর সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রফেসর মোঃ আবদুল ছালাম, এবং সচিব ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান নূর মোহাম্মদকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল,সহ সভাপতি ফরিদ আহম্মেদ খান, সহকারী কমিশনার (সিনিয়র) মোঃ সাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (সংগঠন) আল আমীন শাহীন সহ জেলা স্কাউটস এর কর্মকর্তাবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন