পুলিশের প্রচারনায় এবং জনসাধারনের সচেতনতায় বেঁচে গেল মানসিক রোগীর প্রাণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ , ১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেপ্রতিবেদক : বেবী বেগম(২৯), স্বামী-কামাল মিয়া, পিতা-নুরুল ইসলাম, সাং-মুসাপুর খা বাড়ী, ইউপি-মুছাপুর ১নং ওয়ার্ড, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী গত ৩১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শেরপুর (উত্তর পাড়া) এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল । পরে ৯৯৯-থেকে সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত যায় এবং ছেলে ধরা সন্দিগ্ধ মানসিক রোগী বেবী বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বেবী বেগম এর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করিয়া ১ লা জুলাই তাকে তার পিতা ও ভাইয়ের নিকট হস্তান্তর করা হয়। শেরপুর মানুষ সচেতন হওয়ায় এবং গুজব সংক্রান্ত ব্যাপক প্রচারণায়র ফলে বেঁচে গেছে এই মানসিক রোগীর প্রাণ।
তাই সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে, গুজবে কান না দেয়ার জন্য। ছেলে ধরা বলে সন্দেহমূলক ভাবে কাউকে আটক করে মারধর কিংবা প্রানে মেরে আইন হাতে তুলে না নেয়ার জ্য । কাউকে সন্দেহ হলে নিকটস্থ থানায় সংবাদ দেয়ার জন্য এবং ব্রাহ্মণবাড়িয়ার সকল জনগণকে সচেতন থাকার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন