ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ , ১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিবেদক : জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ডেঙ্গু বিষয়ে জেলা সদর হাসপাতাল পরিদর্শনকরেছেন। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত ১৫ জন রোগীর সাথে কথা বলেন ও তাদের শারিরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি রোগীদেরকে আতঙ্কিত না হওয়ার আহবান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৪০জন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে। তাদের মধ্যে অনেকেই শংকা মুক্ত। তিনি বলেন, সরকার ডেঙ্গুর বিরুদ্ধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রচারণার পাশাপাশি ডেঙ্গু রোগীদের শারিরীক পরীক্ষার ক্ষেত্রে সরকার হাসপাতাল গুলোকে ফি-নির্ধারন করে দিয়েছেন। বে-সরকারী হাসপাতাল রক্ত পরীক্ষার মূল্য যাতে না রাখা হয় সে ব্যাপারে তদারকী । ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কেউ যেনো ডেঙ্গু রোগীদের কাছ থেকে বাড়তি সুবিধা আদায় না করতে পারে এ ব্যাপারে জেলা প্রশাসন সজাগ রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বর হলেই ডেঙ্গু ভাবা ঠিক নয়, এ ব্যাপারে আতংকিত না হয়ে রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন তিনি। এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি সবাই শংকা মুক্ত। বৃহস্পতিবার একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি ডেঙ্গুর প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এসময় জেলা প্রশাসকের সাথে স্থানীয় সরকার বিভাগ,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক দূর-রে-শাহ্ওয়াজ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন