সরাইলে প্রাইভেটকারের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ , ২ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার চাপায় রাশেদ (৩২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাশেদ ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় রাশেদের বন্ধু সোহাগ (৩০) আহত হয়েছেন। তাকে আশুগঞ্জ উপজেলার মেডিল্যাব হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মকবুল হক জানান, রাশেদ ও সোহাগ মোটরসাইকেলে করে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রাশেদ ও সোহাগ। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেডিল্যাব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন