ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচারাভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চলছে ।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পরামর্শে বিভিন্ন সামাজিক সংগঠন ডেঙ্গু বিরোধী কার্যক্রমে অংশ নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা বিভিন্নস্থানে প্রচারাভিযান চালাচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সূত্র জানিয়েছে এখানে মঙ্গলবার পর্যন্ত ৬৩ জন রোগী এ রোগে চিকিৎসা নিচ্ছে। অধিকাংশ রোগী ঢাকা থেকে আসা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫ আগষ্ট সকাল আটটা থেকে ৬ আগষ্ট সকাল আটটা পর্যন্ত ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগী জাহিদ হাসান বলেন, তিনি ঢাকা নটরডেম এর ছাত্র। তিনি এই ঈদে ছুটিতে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পরই তার ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ৭ দিন ব্যাপী স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেছে, তারই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,হাসপাতাল পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। যুব রেডক্রিসেন্ট এর এই কার্যক্রমে ছিলেন উপ যুব প্রধান-১ সহিদুল ইসলাম অপু,জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল, জোবায়ের আহমেদ,শোয়েব আহমেদ শিশির,রুবি আক্তার,মো: তাহিম হোসেন, মনির হোসেন প্রমুখ ।
আপনার মন্তব্য লিখুন