ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে র্যালী সভা ॥ নির্ধারিত স্থানে কুরবানীর পশু জবাই ও যথাযথ ভাবে বর্জ্য অপসারণের আহবান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিবেদক : কুরবানির বর্জ্য পরিষ্কার ও আমাদের করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার” উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিভিন্ন সচেতনামূলক বক্তব্যের ব্যানার ফেস্টুন লিফলেট নিয়ে র্যালী শহরের লোকনাথ টেংকের পাড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা আবু বক্করের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা আল আমীন শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ সোপানুল ইসলাম, উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শাহ আলম প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কুরবানীর পশু জবাই এবং পশুর বর্জ্য নিষ্কাশনে সকলের সচেতনতা প্রয়োজন, পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে এবং বর্জ অপসারণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুন্দর পরিবেশ রক্ষা এবং সকলের সুস্বাস্থ্যের জন্য নির্ধারিত স্থানে পশু জবাই এবং যথাযথ বর্জ্য অপসারণ নিষ্কাশনের জন্য সকলের প্রতি আহবান জানান। সভায় বক্তারা সুরক্ষিত পরিবেশের স্বার্থে নির্দিষ্ট স্থানে কুরবানির পশু জবাই করতে এবং যত্রতত্র পশু বর্জ্য না ফেলতে সকলকে আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন