সাংসদের পাঠানো ঈদ উপহার পেলো প্রতিবন্ধী ব্যক্তিরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ , ১২ মে ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগেআসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য সেই এলাকার জনপ্রতিনিধির ঈদ উপহার প্রেরণ তাদের উৎসব উদযাপনে স্বভাবতই এক নতুন মাত্রা যোগ করে। ঠিক এমনি এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ড্রীম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন, বাংলাদেশের সার্বিক সহায়তায় এর অন্যতম পৃষ্ঠপোষক মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাতে ঈদ উপহার (নগদ অর্থ ও খাদ্যদ্রব্য) তুলে দেয়া হয়েছে।
১২ মে সকালে শহরের আইডিয়াল স্কুল এন্ড কলেজে সমাজের বিশেষ চাহিদাসম্পন্নদের এই ঈদ উপহার প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে এ আয়োজনে অন্যান্যদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আল আমিন শাহীন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার শাহাদৎ হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, এস এ টিভি জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, ডিডিএফ উপদেষ্টা রুমেল খন্দকার, বিডি অ্যানিমেল হেলথ’র চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের ক্রিকেটার ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সংসদ সদস্যের পাঠানো ঈদ উপহার তুলে দেন।
সংগঠনটির সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীকে শহরের বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য লিখুন