আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে । শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এসব ইলিশ মাছ রপ্তানির অনুমদোন দেওয়া হয় । শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুটি পিকআপ ভ্যানে করে এই মাছগুলো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছায়।
রফতানিকারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও মের্সাস প্রিতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেন বাবুল জানান, রাজধানী ঢাকার মেসার্স রিপা এন্টারপ্রাইজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার পাঁচ হাজার মেট্রিকটন মাছ রফতানি করার জন্যে অনুমোদন পেয়েছে ।
প্রথম চালারন পাঁচ হাজার ২২৫ মেট্রিকটন ইলিশ মাছ ত্রিপুরায় রফতানি হচ্ছে। পর্যায়ক্রমে আরও ৫০ টন মাছ রফতানি হবে। রফতানি করা প্রতিকেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার। যা থেকে ৩২ হাজার ৫০ ডলার রফতানি আয় হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৪৪ হাজারের বেশি।
আপনার মন্তব্য লিখুন