কর্পোরেট কার-পুল সেবা নিয়ে এলো ইজিয়ার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেডেস্ক:দেশের প্রথম আন্তঃজেলা রাইডশেয়ারিং ও অ্যাপের মাধ্যমে জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের কার-পুল সার্ভিস।ইজিয়ারের এই কর্পোরেট কার-পুল সেবার অধীনে যে কোনো প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের জন্য গাড়ি ভাড়া নেয়ার সুবিধা উপভোগ করতে পারবে। মাসভিত্তিক, পিক অ্যান্ড ড্রপ, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, দৈনিক ভিত্তিকসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড সেবা দেবে ইজিয়ার।
মাসভিত্তিক সেবার ক্ষেত্রে ইজিয়ার, প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী গাড়ি ও গাড়ির চালকসহ মাসিক চার্জের ভিত্তিতে সরবরাহ করবে।
দৈনিক ভিত্তিক সেবায় যে কোনো প্রতিষ্ঠান একদিনের জন্য যে কোনো ধরনের কর্পোরেট ভিজিট, ফ্যাক্টরি ভিজিট বা ট্যুর ইত্যাদির জন্য ইজিয়ার থেকে চালকসহ গাড়ির নেয়ার সুবিধা পাবেন।
ইজিয়ারের এই নতুন সেবা সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান ইমন বলেন, আমরা আসলে রাইডশেয়ারিং সেবার ব্যাপ্তিটাকে আরও একটু বড় করতে এই কর্পোরেট সেবা শুরু করেছি। আমরা বর্তমানে সফলতার সঙ্গে আন্তঃজেলা রাইডশেয়ারিং সেবা ও অ্যাপভিত্তিক জরুরি অ্যাম্বুলেন্স সেবা পুরোদমে প্রদান করে আসছি।
এসব সেবা দেয়ার ক্ষেত্রে প্রাপ্ত কাস্টমার ফিডব্যাক আমাদের এই নতুন কর্পোরেট সেবা দেয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি কর্পোরেট সেবা প্রদানের ক্ষেত্রেও আমরা আমাদের কর্মদক্ষতার পরিচয় দিয়ে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে পারব।
ইজিয়ারের এই কর্পোরেট সেবা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ অথবা কল করতে পারেন তাদের ২৪/৭ কাস্টমার সাপোর্ট সেন্টারে ০৯৬০৪৭০০৭০০ এই নম্বরে।
আপনার মন্তব্য লিখুন