নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তুমি আমার — অর্ধেন্দু শর্মা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

তুমি আমার

——————অর্ধেন্দু শর্মা

এক বিকেলে তোমার কথায়

ঘুড়ি ওড়ে

ঢাকের বুকে বাজনাগুলো

হাওয়ায় দোলে

এক নিশিতে তোমার ছবি

ভাবুক মনে ছায়া ফেলে

রঙ-তুলিতে চিত্রপটে সাক্ষী থাকে

এক শ্রাবণে তোমার মাঠে

সবুজঘাসে বৃষ্টি ঝরে

অমর হলো বৃষ্টি আয়ু

চিবুক ছুঁয়ে

এক বোশেখে তোমার শাড়ি

লক্ষ-হাজার মন ভরে দেয়

কণ্ঠসুধায় সেই তরুণী হৃদ কমলে

এক বসন্তে তুমি আমার

বুকের মাঝে পদ্মকলি

নীলাভ আকাশ দেখে দেখে

অরূপ-স্বরূপ কথাবলি

এক জীবনে তুমি আমার

মহাকালের ভালোবাসা
অপূর্ণতায় পূর্ণভূমি অধর তৃষা

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »