পবিত্র রমজানে আহবান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
পবিত্র রমজানে আহবান : আল আমীন শাহীন
পবিত্র রমজান মাসে বার্তা যে সবার
মানুষে মানুষে প্রীতি সহানুভূতি গড়ার
আরাম আয়েশ ত্যাগ করে ছেড়ে পানাহার
গরীবের ক্ষুধা কি উপলব্ধি করার।
ক্ষুধার কি জ্বালা, যদি না জুটে পেটে ভাত
কাটে কিভাবে গরীবের দিন রাত।
মানবসেবায় নিবেদন করতে মনপ্রাণ
শিক্ষার বার্তা যে এই পবিত্র রমজান।
সমাজের মানুষ যত সামর্থবান,
সকলের প্রতি জানাই আহবান
আছে কি আশেপাশে অর্ধাহারী অনাহারী
খলি পেটে অসহায় শিশু বৃদ্ধ নর নারী,
রাখো খোজ প্রতিবেশীর, সমাজের সবার
ক্ষুধার জ্বালা মেটাতে
কাদের প্রয়োজন খাবার।
এই পবিত্র রমজান মাসে
স্রষ্ঠার সন্তুষ্টি যাদের দরকার
পরিহার করো বিলাসী সম্ভার ইফতার,
পূন্য তো অনাহারীকে দিলে খাবার।
একা আয়েশী খাবার করে পরিহার
খোঁজ করো আশে পাশে
কেউ আছে কি অনাহার।
গরীবের ক্ষুধা করে নিবারণ
তাদের জীবনে দাও প্রশান্তির আবরণ।
মন খুলে হয়ে উদার উজার
মুক্ত হস্তে দাও অনাহারীকে খাবার
তা নাহলে দিনে ছেড়ে পানাহার
হবে না পূন্য হবে না যে সন্তুষ্টি স্রস্টার।
মহামারী সংকটে যখন বন্ধ কর্ম-রোজগার
জুটে না কপালে অনেকের দুবেলা আহার
সময় যে এখন তাদের পাশে দাঁড়াবার।
সন্তুষ্টি পেতে মহান সৃষ্টিকর্তার
ক্ষুধা নিবারণে সাম্য দরকার
সমাজের যাঁরা সামর্থবান
সকলের প্রতি তাই করি আহবান
দুঃসময়ে করো গরীবেরে দান
ক্ষুধার জ্বালা যেন সবার মিটে
সম্প্রীতির সমাজে সবার হাসি ফুটে।
——————–
সময়কথন : ২৮-০৪-২০২০
প্রথম পাঠ ও উৎসাহ : বন্ধু শিমুল
আপনার মন্তব্য লিখুন