বীরশ্রেষ্ঠকে জানলো শিশুরা সমাধির সামনে গাইলো গান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
কুয়াশায় ঢাকা প্রকৃতি। কনকনে শীত। সূর্যটাও পুক আকাশে উঁকি দেয়নি। পরিবেশটা বেশ বিরূপই বলা চলে। তবে শিশুদের যেন সেদিকে ভ্রুক্ষেপ নেই। অভিভাবকসহ শিশুদের দল একে একে হাজির। একে একে ওরা নয়জন।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামালের সমাধিতে ঢুকেই তাদের চোখ আটকায় মহান এই যোদ্ধাকে নিয়ে লেখা। শিশুদের দল মিনিট বিশেক লাগিয়ে একাধিকবার লেখাটি পড়ে ও নিজেদের মধ্যে মোস্তফা কামাল নিয়ে আলোচনা মত্ত হয়। এরপর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নিয়ে করা মৌখিক প্রশ্নের জবাব দেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন গ্রামে চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে সেখানে হাজির হয় নববন্ধন খেলাঘর আসরের শিশুরা। সেখানে তারা বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের গান ও আবৃত্তি পরিবেশন করেন। সকাল সাড়ে সাতটা থেকে সোয়া নয়টা পর্যন্ত চলে এ আয়োজন।
নববন্ধন খেলাঘর আসরের সভাপতি বিশ^জিৎ পাল বাবু ও সাধারন সম্পাদক জুটন বনিকের নেতৃত্বে মোস্তফা কামালের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে গান পরিবেশন করে শ্রাবন্তী পাল, অদ্বিপ্তা চক্রবর্তী অরিত্রি, বৈশাখি কর্মকার, নির্জন বনিক, রুদ্রজিৎ পাল, সপ্তদ্বীপ পাল, হিমেল কর্মকার। তবলায় ছিলো বিশাল পাল। আবৃত্তি পরিবেশন করে অংকিতা সাহা।
আপনার মন্তব্য লিখুন