মধ্যবিত্তের করুণ দশা: জুবায়েদ মোস্তফা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ , ২৬ জুন ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিনিয়ত বাঁচার জন্য সংগ্রাম করে,
মধ্যবিত্তরা তবু সুখেই ছিল বেশ।
হঠাৎ করোনার থাবায় কাঁপছে বিশ্ব
করোনার প্রাদুর্ভাবে যেন ছন্নছাড়া বাংলাদেশ।
চাকুরি কিংবা প্রাত্যহিক কর্ম সম্পাদনে
হিমশিম খেয়ে কষ্টসাধ্যে চলতো তাদের সংসার
ভারী হলেও নিজের ভার নিজেই বহন করতো
কখনো উপনীত হয় নি অন্যের দ্বার।
সরকারের নিয়ম মেনে দীর্ঘদিনের লক ডাউনে
ঘরে বসে থাকাই, নেয় যে তাদের ন্যূনতম আয়।
সময় চলছে আপন গতিতে,জীবিকার তাগিদে
নিত্যদিন করতে হচ্ছে মোটা অংকের টাকা ব্যয়।
আরো কিছুদিন এমন ভাবে চলতে শুরু হলে
মধ্যবিত্তদের বেঁচে থাকায়, হবে বড় দায়।
বেশিভাগ লোকই আছে, যারা দিন আনে দিন খায়।
এমন পরিস্থিতি মোকাবেলায় কি বা তাদের উপায়।
এখন তারা বড় অসহায়,দুঃখ কষ্টে ধুঁকছে রীতিমত
তবুও সাহায্যের জন্যে বাড়িয়ে দেয় না কারো কাছে হাত
যতই কষ্টে অতিবাহিত হোক,অন্যের কাছে নত করতে শির
আত্মসম্মানে লাগে তাদের আঘাত।
লেখকঃ জুবায়েদ মোস্তফা
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আপনার মন্তব্য লিখুন