শান্তি নিকেতনের স্মারক উপহার–আল আমীন শাহীন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রিয় জনি মল্লিক মাছরাঙ্গা ফ্যাশন হাউজের উদ্যোক্তা। শিল্পকর্মে আমার সাথে সময় কাটিয়েছে ছোটবেলা থেকেই। স্বপ্ন ছিল বড় শিল্পী হওয়ার।যতটুকু হয়েছে বাকিটা পূরণ করতে চায় তার মেয়ে জুঁইয়ের মাধ্যমে। ব্রাহ্মণবাড়িয়া শিশুনাট্যমের ক্ষুদে শিল্পী এখন জনির মেয়ে জুঁই। এই কদিন আগে ভারতের কলকাতায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার সুযোগ জুটেছে জুইয়ের ভাগ্যে। ভারত সফরে প্রতিনিধি দলে সঙ্গী হয় বাবা মা আর ছোট ভাই। শান্তি নিকেতন পরিদর্শনের জনির লালিত স্বপ্ন পূরণ হয়েছে মেয়ের মাধ্যমেই। ভাগ্যবান পিতা। কলকাতা সফর শেষে ফিরে আসলে দেখা হয় জনির সাথে। শান্তি নিকেতনের একটি ছোট স্মারক উপহার তুলে দেয় আমার হাতে, বলে গুরুদক্ষিণা। মনটা ভরে যায়। এযে আমার পরম শান্তি প্রাপ্তি আর সুখ। মন ভরে দোয়া জুঁইয়ের জন্য, জনির জন্য ছিল আছে থাকবে। অভিনন্দন সবাইকে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিনিধি দলকে যারা নিজেরা এই সম্মেলনে গিয়ে ধন্য, অভিভাবকদের করেছে গর্বিত, আর ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে করেছে বিকশিত।
আপনার মন্তব্য লিখুন