সেই গোলাপ ——- নুসরাত জেরিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
কাগজের ভাঁজে গোলাপটি সুবাস ছড়ায়
মনের মাঝে ভেসে উঠে সেই মাহেন্দ্রক্ষণ
দরজায় কড়া নাড়তেই, এই গোলাপ দিয়ে
স্বাগত জানিয়েছিলে মন ভুলানো তোমার হাসিতে
ছন্দের জাদুতে দুলায়িত হয়েছিলাম
অদৃশ্য মায়াময় ভালো লাগার অনুভবে!
ললাটে চোখে মুখে ছিলো আনন্দের ঘনঘটা
চারিদিকটাই যেন ছিল সবই নতুন।
তোমার উপলব্ধি কি ছিল জানি না-
আমি সেই গোলাপটিকে আগলে রেখেছি
সেটি শুকিয়েছে কবিতার পাতার ভাঁজে
কতবার যে দেখেছি এই গোলাপ
যতনে মননে লালনে।
গোলাপের শুকনো পাপড়িগুলো
কথা বলে আমার সাথে
সুবাস ছড়ায় মনকে দোলায়।
একটি গোলাপের বদলে
আমি একগুচ্ছ গোলাপ দিতে চেয়েছি,
গ্রহণ করেছো ঠিকই!
কিন্তু মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত হওনি।
তুমি নিতেও যেন চাওনি।
তুমি দেখো নি গোলাপের আড়ালে
মনের গহীনের লালিত ভালোবাসাকে
তুমি বুঝতে চাওনি সাধনাময় হৃদয়টাকে!
স্পর্শ করতে চাও নি আমার আমিকে!
কেনই বা চাইবে কতশত আয়োজন কতজনে!
সব জেনে ও মননে-বোধে কত কি জাগে!
আমি পাগলিনী আজও
সেই ঝরা গোলাপ ফুলের গন্ধে
ভালোবাসার অজানা আবেশে
খোলামনে স্বপ্নে বিভোর
আমি হারিয়ে যাই গোলাপের মুগ্ধতায়
আমার না বলা কথার কাব্যের স্বর্গে!
আপনার মন্তব্য লিখুন