কবিতা — সমান্তরালে—- লাকী ফেরদৌসী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সমান্তরালে
— লাকী ফেরদৌসী
নৈমিত্তিকতার জাল বন্দী
আমি
ভালো আছি –
শূণ্য থেকে বারোটায়।
তুমিও ভালো থেকো, বন্ধু !
ট্রাফিক জ্যামের
আলো আঁধারিতে –
বর্ণিল নাগরিকতায়।
আপনার মন্তব্য লিখুন