প্রভুর পথ ধর শান্তির পথে চল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেআমরা মানুষ, হয়ত মন্দির ,মসজিদ খোলা ছিল কিছু দিন আগে সবার জন্য। টাকা,পরিবার,কর্মব্যস্ততার জন্য মন্দির,মসজিদে যেতে পারেনি অনেকে |প্রত্যেক ধর্মই বলে মিথ্যা পরিহার কর,সত্য বল,পাপ কাজ করো না,কারো ক্ষতি করো না,ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা,কল্যাণের জন্য কাজ কর|
আমরা জন্মের পর দিন দিন বয়সে বড় হয়ে বুজতে পারি এ পৃথিবীতে মানুষের কার্যকলাপ ধর্মকর্ম |সারাদিন যতই বিচরন করি ধর্মকর্ম করি তারপরেও নিজেকে অপরাধী মনে হয়|কারণ আমি মহান না |মহান হচ্ছেন আমার প্রভু | প্রভু সর্বশক্তিমান |যা কিছু করি আমাদের কোন শক্তি নাই একক ভাবে| কেউ কেউ প্রভুকে দয়াল নামে ডাকে, কেউ আবার ভগবান,কেউ আবার আল্লাহ |
পবিত্র গীতাগ্রন্থে ও পবিত্র আল-কোরআনে প্রভুর কথা বলা হয়েছে|আমরা মানুষ হয়ে কি সেই মহান সর্বশক্তিমান সৃষ্টিকর্তার আদেশ মেনে চলছি তো |যদি আমরা এত ভালো হতাম তাহলে আজ অশান্তি এলো কেন| সময়ের করাল থাবায় আমরা তো ধর্মের পথে চলি| বিপদে পরলে ধর্ম আর অন্য সময় টাকা বাড়ির চিন্তা | এখন আর কোটি টাকা আর ফ্ল্যাট বাড়ি কিছু না প্রভু সব | আসুন ধর্মের পথে চলি হিংসাশূণ্য থাকি |ধর্মের বাড়াবাড়ি ত্যাগ করি |প্রভুর বন্দনা করি।
লেখক :সম্পাদক প্রকাশক,শারদীয়া নবপত্রিকা,সিনিয়র স্টাফ রিপোর্টার, তিতাস বার্তা…বিএসএস,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
আপনার মন্তব্য লিখুন