মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার কেন্দুয়াই গ্রামের আলমগীর মিয়ার ছেলে। সে স্থানীয় হীরাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাইপাস সড়ক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন