স্বপ্ন সমাবেশ —– সানিউর রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ , ২২ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেস্বপ্ন সমাবেশ
—– সানিউর রহমান
স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি স্বপ্ন নিয়ে বাঁচি,
স্বপ্ন যে আমার জীবন চলার উৎস আর সাথী।
আমি স্বপ্ন দেখি, আগামী সুন্দরের।
আমি স্বপ্ন দেখি, সুখময় পরিবার গঠনের।
আমি স্বপ্ন দেখি আমার দেশের হত দরিদ্র কৃষাণ,
যার উদরে খাবার নাই তাকে নিয়ে।
স্বপ্ন দেখি তিতাস আবার ফিরে পাবে তার যৌবন।
স্বপ্ন দেখি সৌন্দর্য মন্ডিত বৃদ্ধাশ্রমটা হবে শূন্য।
আমি স্বপ্ন দেখি, সুজলা সুফলা শস্য শ্যামল,
প্রকৃতিতে প্রকৃতিতে পূন্য তার আমল।
পখির কলকাকলিতে হয় ভোর,
নদীতে নদীতে ভরপুর।
এই সবুজ সোনালী বাংলাকে নিয়ে
তাই উচ্চারিত কন্ঠে আওয়াজ করে বলি।
গড়ব সমাজ গড়ব দেশ
এই হলো মোর স্বপ্ন সমাবেশ।
আপনার মন্তব্য লিখুন