মানুষ ———–আল আমীন শাহীন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ , ৬ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নাক মুখ ঠোঁট, একই রকম চোখ
শিরা উপশিরা রক্ত, হাত পা বুক
সবই যে মানুষ,
সাদা না কালো
খারাপ না ভালো
বুঝা বড় দায়
একই মানুষের কত রূপ
জীবন জীবিকায়,
নানা রথে জীবন পথে
মানুষ চলে নানা কায়দায়।
স্পন্দন থাকে যতক্ষণ
মানুষের জীবন ততক্ষণ,
জানে না কেউ
জীবন কার কতক্ষণ।
তবু..
কেউ কেউ সুখে সময় কাটায়
কেউ কেউ থাকে অসহায়।
স্রষ্টার সৃষ্টি সব মানুষ এক
সাদা অথবা কালো
পৃথিবীতে আসে একবার
আবার চলে যায়।
আপনার মন্তব্য লিখুন