নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ , ২৭ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 সায়মন ওবায়েদ শাকিল : যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মহান স্বাধীনতার ৫০ বছর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ২৬ মার্চের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট কার্যলয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে মহান স্বাধীনতা সংগ্রামে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব প্রধান সাহিদুল ইসলাম অপু, উপ যুব প্রধান-২ সায়মন ওবায়েদ শাকিল, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান তানভীর রশিদ,প্রশিক্ষণ বিভাগের প্রধান ফজলুল করীম,স্বাস্থ্য বিভাগের প্রধান সিরাজুল ইসলাম ইমন,ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের প্রধান অনিক মিয়া,জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্ উপ বিভাগীয় প্রধান শোয়েব আহমেদ শিশির,বন্ধুত্ব বিভাগের উপ বিভাগীয় প্রধান হুসাইন মোহাম্মদ রায়হান,এহসান খোকণ,আমিনুল ইসলাম,আশিকুর রহমান আশিক,ফখরুল ইসলাম,আশিক ভূইয়া, আল আমীন ফাহিম প্রমুখ।

এসময় যুব প্রধান সাহিদুল ইসলাম অপু বলেন, মহান স্বাধীনতার ৫০ বছর উদযাপন ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এম.এসসির নির্দেশনায় ২৬ মার্চের প্রথম প্রহরে পতাকা উওোলন,স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে মহড়া প্রদর্শন ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে অংশগ্রহণ ও বিকেলে গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবকরা।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »