সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ মিয়া (৪০) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইউসুফ মিয়া একই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ইউসুফ মিয়া বেড়তলা মধ্যপাড়া সরকার বাড়ি পারভেজের রান্না ঘরের টিনের চাল লাগাতে গিয়ে তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তারপর স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওইখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মারা গেছে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন