বিজয়নগর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
বিজয়নগর উপজেলা হিসাবরক্ষণ কর্মর্কতা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোঃ কামাল হোসেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি জনিত কারনে জেলা হিসাবরক্ষণ অফিস কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা গতকাল দুপুরে জেলা হিসাবরক্ষন অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এস এ এস সুপারিনডেনডেন্ট আবু ইউসুফ নুরুল্লাহ এর সভাপতিত্বে ও অডিটর কুতুব উদ্দিনের স্বাগত বক্তব্য ও সার্বিক সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ ময়নাল হক আকন্দ। বক্তব্য রাখেন বিদায়ী অতিথি মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী অতিথি মোঃ কামাল হোসেনের সহধর্মিনী রেজওয়ানা কবীর মোহনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও জেলা কমিটির সভাপতি এ এইচ এম আলমগীর, সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ভূইয়া, সিভিল সার্জন অফিস হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, অডিটর মোঃ মাসুকুল আলম প্রমুখ। এসময় জেলা হিসাবরক্ষন অফিসের কর্মকর্তাকর্মচারীগন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা ও কর্মচারীগন। অনুষ্ঠান শুরুতে কোরআন দেলওয়াত করেন জুনিয়র অডিটর মোঃ মনিরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য লিখুন