শাহ সুফি আবু সাঈদ আল কাদরীর ইন্তেকাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ , ৯ মার্চ ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী দাঁতমন্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের গদ্দিনিশিন পীরে তরিকত শাহ সুফি ফকির আবু সাঈদ আল কাদরী(৭৫) ৯ মার্চ সোমবার সকালে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আগামীকাল ১০ মার্চ মঙ্গলবার বাদ জোহর দাঁতমন্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে । ভক্ত-মুরিদানসহ ধর্মপ্রাণ সকলকে ওই জানাজায় শরিক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন তার পরিবারের স্বজনরা।
আপনার মন্তব্য লিখুন